বরিশালে গত এক বছরে গ্রাম আদালতের মাধ্যমে আড়াই হাজারের বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। বুধবার (২০ আগস্ট) বরিশাল জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়েছে।
গ্রাম আদালতের বরিশাল জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জি বলেন, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বরিশাল জেলার গ্রাম আদালতে ২৬০৪টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সরাসরি ইউপিতে দায়ের করা হয় ২৩৬২টি। উচ্চ আদালত থেকে পাঠানো হয় ১১৩টি মামলা। এরমধ্যে মামলা নিষ্পত্তি করা হয়েছে ২৫২২টি মামলা। বর্তমানে অপেক্ষমান রয়েছে ৮২টি মামলা। নিষ্পত্তি হওয়া মামলায় ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ৬ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৮৩০ টাকা।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, গ্রাম আদালতের প্রচারণা বাড়াতে জনবহুল স্থানে ভিডিওচিত্র ও লিফলেট বিতরণ করতে হবে। যাদের আর্থিক সক্ষমতা কম তাদের বিচার কার্যক্রম গ্রাম আদালতে হলে তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে।
তিনি জানান, আমলযোগ্য অপরাধের সালিশ গ্রাম আদালতে করা যায় না। এর বিচার হয় প্রচলিত আদালতে। চেয়ারম্যানরা সর্বোচ্চ ৩ লাখ টাকা মূল্যের ফৌজদারি মামলার বিচার করতে পারেন।
স্থানীয় সরকার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানসহ বরিশাল জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ