রাজধানীর মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লালকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার দিবাগত রাতে সাভারের শ্যামলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিল্লাল মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় চাপাতি ও ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করত। এদিকে, সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীসহ ১ হাজার ৭৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।