শিক্ষার্থীদের আবাসন খাতে সম্পূরক বৃত্তি প্রদান এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা অনুমোদন ও সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনরতরা ‘ভিসি স্যার জানেন নাকি, আমরা এখানে বসে গেছি’, ‘করছি করছি বাদ দাও, কবে হবে বলে দাও’, ‘জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘বৃত্তি আমার অধিকার রুখে দেওয়ার সাধ্য কার’সহ নানান স্লোগান দেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, ‘বিপ্লব-পরবর্তী জবিয়ানদের প্রাণের দাবি ছিল আবাসন বৃত্তি ও জকসু নির্বাচন।