সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে ডিএসইতে বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে মূল্যসূচক ও লেনদেন উভয় কমেছে। গতকাল দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ২১১টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির। আর ৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৭০টির দাম কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে লেনদেন ৩০০ কোটি টাকার কম হয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৮৮ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৩ লাখ টাকা।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দাম বেড়েছে।