বান্দরবানের থানচি থেকে দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে বনবিভাগ। পরে তাদেরকে গতকাল সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠিয়েছেন কর্তৃপক্ষ। বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে গত ২ জুলাই উপজেলার রেমাক্রি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে ছোট আকারের দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। পাখিগুলোকে বিক্রির জন্য ওই বাড়িতে সংগ্রহ করা হয়েছিল। পরে স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার ব্যবস্থা নেয় বন বিভাগ। যথাযথ পরীক্ষানিরীক্ষা ও প্রস্তুতি শেষে পাখিগুলোকে গতকাল সকালে বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে গাড়িতে করে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।
তবে কার কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি বন বিভাগের কোনো কর্মকর্তা।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        