ভয়ভীতিহীন, অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষভাবে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আরও বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ৫ আগস্টের পর ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। এ সরকার যখন দায়িত্ব নেয় তখন মাত্র ২০ মিলিয়ন মার্কিন ডলারের রিজার্ভ ছিল। এখন তা ৩২ মিলিয়নের বেশি হয়েছে। এ সরকার অনেক দূর এগিয়ে গেছে। আরও কিছু দৃশ্যমান অগ্রগতি রয়েছে। এত কম সময়ের মধ্যে এত অগ্রগতি লাভ আসলে কঠিন।
একটি পরিচ্ছন্ন দেশ জাতির কাছে উপহার দিতে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। গতকাল দুপুর দেড়টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে সম্প্রীতির সমাবেশে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজি শরীয়ত উল্লাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব মো. ছাদেক আহমদ, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, রাঙামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম ও পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ আবু বকর সিদ্দিক।