ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ইসলামি হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামি বিপ্লবের জন্য ইসলামপন্থি সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের (রহ.) বৈপ্লবিক রাজনৈতিক চিন্তা-দর্শনকে নতুনভাবে ধারণ করতে হবে। গতকাল মাওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) স্মরণে জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসলামি আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ আবদুর রহীম ইসলামি বিপ্লবের কর্মধারা-কর্মপদ্ধতি ও রূপরেখার সফল উপস্থাপক। তাঁর প্রকাশিত ঐতিহাসিক অনেক পুস্তিকা লাখ লাখ যুবকের, দীনি আন্দোলনের মুজাহিদদের অনুপ্রেরণা।
সেমিনারে বক্তব্য দেন অধ্যাপক ড. পেয়ার আহমদ, অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের, মোস্তফা তারেকুল হাসান প্রমুখ।
এ সময় ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ও মাওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর সাহিত্যকর্ম’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ ময়নুল হক। ‘
দীন প্রতিষ্ঠার আন্দোলনে মাওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর চিন্তা-দর্শন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা।