সদর উপজেলার ১১ ইউনিয়ন, ১ পৌরসভা এবং জাজিরা উপজেলার ১২ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত শরীয়তপুর-১ সংসদীয় আসন। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন সাবেক সংসদ সদস্য সরদার এ কে এম নাসির উদ্দিন, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মজিবুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু সওদাগর। জামায়াতে ইসলামী এ আসনে ড. মোশাররফ হোসেন মাসুদকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তিনি ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, এনসিপির ফরিদপুর অঞ্চলের টিমপ্রধান আবদুর রহমান ও অ্যাডভোকেট রুহুল আমীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমীসহ অন্য আরও কিছু নেতা ব্যানার-ফেস্টুন সাঁটিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নিজেকে জানান দিচ্ছেন। শরীয়তপুরে সংসদীয় আসন তিনটি। সরদার এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘শরীয়তপুরে সব সময়ই বিএনপির অবস্থা ভালো ছিল। এখনো আছে। তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করবেন। দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচন করব।’ মাহবুব আলম তালুকদার বলেন, ‘ছোটকাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দল মনোনয়ন দিলে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি।’
শরীয়তপুর জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইন বলেন, ‘মানুষ জামায়াতকে পছন্দ করে। আমরা তিনটি আসনেই জয়লাভের ব্যাপারে আশাবাদী।’
ড. মোশাররফ হোসেন মাসুদ এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি জয়লাভের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা দেশের উন্নয়নে বদ্ধপরিকর। দেশ নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি আর উন্নয়নের চেষ্টা করি।’