করোনার থাবা থেকে রেহাই মেলেনি মধ্যপ্রাচ্যের দেশ সাইপ্রাসের। প্রায় গোটা দেশজুড়ে মানুষজন গৃহবন্দি। এমনই সময়ে লিমাস্সোলের এক ব্যক্তি একটি ভিডিও শেয়ার করেছেন।
ভিডিও'র ক্যাপশনে লিখছেন, 'আমার পঞ্চম দিনের কোয়ারান্টিন'। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রিমোট কন্ট্রোলড ড্রোনের সাহায্যে হেঁটে চলে বেড়াচ্ছে এক কুকুর। ওই ব্যক্তিরই কুকুর। নিজে কোয়ারান্টিনে রয়েছেন। কিন্তু তা বলে প্রিয় কুকুরটির কী হবে?
ভাইরাল হওয়া ভিডিওটি দেখা যাচ্ছে, বেশ খোশমেজাজেই নতুন বন্ধু রিমোট কন্ট্রোলড ড্রোনের সাহায্যে মর্নিং ওয়াক করছে সেই কুকুরটি।
বিডি প্রতিদিন/আরাফাত