রংপুর বিভাগে করোনার টিকা গ্রহণে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহিলাদের চেয়ে দ্বিগুণ পুরুষ টিকা গ্রহণ করেছেন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮১১ জনের বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন।
এ পর্যন্ত বিভাগের মধ্যে সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছেন দিনাজপুরের মানুষ। সবচেয়ে কম গ্রহণকারী জেলা হচ্ছে লালমনিরহাট। বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি থেকে টিকা গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৪৪৯ জন টিকা গ্রহণ করেছে। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার ৯৭৩ জন এবং মহিলা ৪০ হাজার ৪৭৬ জন। রংপুরে ২৩ হাজার ৮৫৯, পঞ্চগড়ে ১৩ হাজার ৪০১ ,নীলফামারীতে ১৭ হাজার ২৫০ জন, লালমনিরহাটে ৮ হাজার ৩৮৬ জন, কুড়িগ্রামে ১১ হাজার ৪৪০ জন, ঠাকুরগাঁওয়ে ১৩ হাজার ৮২৮ জন, দিনাজপুরে ২৭ হাজার ১৮৯ জন, গাইবান্ধায় ১২ হাজার ১০৬ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর