গোটা দুনিয়ার মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সবকিছু, কবে কাটবে করোনার গ্রাস। খুব দ্রুতই যে নয় তা জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ রিজিওনাল ডিরেক্টর হান্স ক্লুগ।
তিনি জানিয়েছেন, বিশ্বের সমগ্র জনগোষ্ঠীর ৭০ শতাংশের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনাকে নির্মূল করা সম্ভব নয়। এসময় তিনি ভারতে পাওয়া বি.১৬১৭ স্ট্রেনের সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বিশ্বের বেশিরভাগ দেশেই এখনও টিকাকরণের বেশিরভাগটাই বাকি রয়েছে। ক্লুগ যে অঞ্চলের দায়িত্বে আছেন সেখানের মধ্যে রয়েছে এশিয়ার কিছু দেশ। এসব দেশে জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ সবে করোনার টিকার এক ডোজ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ডোজ পেয়েছেন ৩৬.৬ শতাংশ মানুষ। দুই ডোজ সম্পূর্ণ হয়েছে মাত্র ১৬.১ শতাংশের। অর্থাৎ ৭০ শতাংশ পৌঁছাতে এখনও ঢের দেরি।
এমন অবস্থায় সেই মাস্ক, স্যানিটাইজার এবং শারীরিক দূরতেবিধি পালনকেই একমাত্র উপায় বলে জানাচ্ছেন হান্স ক্লুগ। তিনি বলছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। আসুন আমরা একসঙ্গে মিলে করোনাকে লাল কার্ড দেখাই।
সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত