নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নিরাপদ পানি সরবরাহে বেসরকারি খাতের চ্যালেঞ্জ নিয়ে ইউনিলিভার-ইউএনডিপি'র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর 'দ্য ওয়েস্টিন' ঢাকায় 'এসডিজি ৬ মাল্টিসেক্টরাল ডায়লগ অন সেইফ ওয়াটার' শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইউনিলিভারের ব্র্যান্ড পিউরইট এবং ইউএনডিপি বাংলাদেশের ইনোভেশন হাব।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাকসিম এ. খান।
বৈঠকে নিরাপদ পানি নিশ্চিতে বেসরকারি খাতের বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন নজিবুর রহমান। নিরাপদ পানিসহ প্রতিটি খাতেই সরকারি-বেসরকারি খাতের গভীর সমন্বয় প্রয়োজন, একসাথে কাজ করলে ২০২১ সাল নাগাত সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব হবে।
দেশের জলবায়ু ও ভৌগলিক পরিবেশ বিবেচনায় রেখে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।
ইঞ্জিনিয়ার তাকসিম এ. খান বলেন, ঘনবসতিপূর্ণ হওয়ায় বাংলাদেশে নিরাপদ পানির চাহিদা অনেক বেশি। শুধুমাত্র রাজধানী ঢাকার প্রায় এক কোটি ৭০ লাখ মানুষের জন্য নিরাপদ পানি সুনিশ্চিত করাই অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি। কিন্তু ঢাকাসহ সারাদেশের মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ করার মতো এতবড় একটি কাজ শুধুমাত্র সরকারের একার পক্ষে করা সম্ভব নয়, এজন্য বেসরকারি খাতগুলোকেও এগিয়ে আসতে হবে।
ঢাকা ওয়াসা ইতিমধ্যে নানা প্রকল্প বাস্তবায়নে বেসরকারি খাতের সাথে কাজ করছে। সামনের দিনগুলোতে বেসরকারি খাতকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানি নিশ্চিত করতে পিউরইটের অঙ্গীকার এবং সমন্বিত উন্নয়নে ইউএনডিপি’র প্রচেষ্টার অংশ হিসাবে এ বৈঠকের আয়োজন করা হয়।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও কেদার লেলে বলেন, বাংলাদেশে খুব দ্রুত বড় পরিসরে ইউনিলিভারের ‘ওয়াশ’ কার্যক্রম (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) শুরু হতে যাচ্ছে। আমাদের ব্র্যান্ড পিউরইট সেই সঙ্গে পুরো ইউনিলিভার এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে। প্রতিটি সংগঠন, উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানকে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো ব্যবসায়িক মডেল প্রতিষ্ঠা এবং বাজারজাতকরণে সহযোগিতা করতে ইউনিলিভার প্রস্তুত। আমরা আপনাদের আইডিয়ায় বাসববায়নে কাজ করবো।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও কেদার লেলে, কোকা-কোলার কান্ট্রি পাবলিক অ্যাফেযার্স অ্যান্ড কমিউনিকেশনস অফিসার শামিমা আক্তার; পিডব্লিওসি’র এসোসিয়েট ডিরেক্টর সন্দিপ কোটা; বিশ্ব ব্যাংকের সিনিয়র এডভাইসর জাভেদ বিন করিম এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর তানজিন ফেরদৌস আলম। এছাড়াও রহিম আফরোজ, ডাচ বাংলা ব্যাংক, ডিবিএল গ্রুপ, ওয়াটারসাইড বাংলাদেশ, ইউএন ওমেন, আনোয়ার গ্রুপ, বুয়েট, রিনাইসেন্স গ্রুপ, এইচঅ্যান্ডএম এবং পিডব্লিওসি’র শীর্ষ কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউনিলিভার বাংলাদেশ দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ইউএনডিপি’র সাথে যৌথভাবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৮/আরাফাত