আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) সনদ অর্জন করেছে ওয়ালটন মোবাইল। প্রথম ও একমাত্র বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনটি ক্যাটাগরিতে এই সনদ অর্জন করেছে।
সনদগুলো হচ্ছে: আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ৪৫০০১:২০১৮ (ওক্যুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম)।
সূত্রমতে, আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ব্যবস্থাপনা, উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং কারখানার উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য ওই তিন ক্যাটাগরিতে আইএসও সনদ পেয়েছে ওয়ালটন ডিজি-টেক। বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ওয়ালটনই সম্মানসূচক আইএসও সনদ অর্জন করলো। যুক্তরাজ্যভিত্তিক ইউনাইটেড কিংডম এ্যাক্রেডিটেশন সার্ভিস (ইউকেএএস) এর অন্তর্ভুক্ত ইউরোপভিত্তিক নিরীক্ষাকারী প্রতিষ্ঠান এজেএ বাংলাদেশ কারখানার সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনা ও নিরীক্ষার পর ওয়ালটনকে এ সনদ দিয়েছে।
ওয়ালটন মোবাইলের হেড অব অপারেশন্স এস এম রেজওয়ান আলম জানান, ক্রেতা চাহিদা অনুযায়ী উচ্চ গুণগতমানের মোবাইল ফোন উৎপাদন ও সরবরাহ, পরিবেশ সুরক্ষায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়া অনুসরণ এবং উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে আইএসও সনদগুলো দেয়া হয়েছে। গ্রাহক ও অন্যান্য অংশীজনদের চাহিদা অনুযায়ী সঠিক ও মানসম্পন্ন মোবাইল ফোন উৎপাদন, সরবরাহ ও মানন্নোয়নের ক্ষেত্রে এ স্বীকৃতি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
তার বিশ্বাস আইএসও সনদ প্রাপ্তির ফলে বাংলাদেশে তৈরি ওয়ালটন মোবাইলের প্রতি গ্রাহকদের আস্থা আরো বাড়বে। সেইসঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোন বিশ্ববাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন