আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস)-এর যৌথ উদ্যোগে শুরু হলো ‘বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) ২০২০’-এর আয়োজন। এই আয়োজনের নলেজ পার্টনার ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ) বাংলাদেশ।
সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানে জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃতি জানানোর এই উদ্যোগটির এটি তৃতীয় আয়োজন। বিএসসিইএ সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে দেশের প্রথম ও একমাত্র প্ল্যাটফর্ম যা ২০১৮ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে।
ভার্চুয়াল সূচনা পর্বে সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড নিয়ে এই বছরের পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। অন্যবারের মত এবারও বিগত বছরের অর্জন-এর উপর ভিত্তি করে স্বীকৃতি প্রদান করা হবে। অর্থাৎ স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে বিভিন্ন শিল্পে বাংলাদেশে কার্যরত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় রাখা উল্লেখযোগ্য অবদানকে বিবেচনা করা হবে।
এই অবদান সাপ্লাই চেইন ব্যবস্থাপনার তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় প্রকার অগ্রগতিই হতে পারে। ম্যানুফ্যাকচারিং কিংবা সেবাভিত্তিক দুই ধরণের প্রতিষ্ঠানেরই সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় অবদান এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ ২০১৯ সালে সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় তাদের অর্জনগুলো উপস্থাপনের মাধ্যমে এই স্বীকৃতির জন্য আবেদন করতে পারে।
বিএসসিইএ ২০২০-এ সাতটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো কোলাবোরেটিভ সাপ্লাই চেইন; সাপ্লাই চেইন ট্যালেন্ট ডেভেলপমেন্ট; ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স; সাপ্লাই চেইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট; এক্সিলেন্স ইন লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট, প্ল্যানিং, সাস্টেইনাবিলিটি, টেকনোলজি; ইয়ং সাপ্লাই চেইন ট্যালেন্ট অব দ্য ইয়ার এবং সাপ্লাই চেইন প্রফেশনাল অব দ্য ইয়ার।
সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০-এর জন্য সম্মানিত বিচারক প্যানেল সেরা আবেদনগুলোকে পুরস্কার প্রদানের জন্য বাছাই করবেন। অ্যাওয়ার্ড বিজয়ীরা স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র পাবেন। এছাড়াও তরুণ অ্যাওয়ার্ড বিজয়ীরা পাবেন ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ) সার্টিফিকেশনসহ সম্মাননা স্মারক ও সনদপত্র। বিএসসিইএ ২০২০ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি আগামী ২০ ডিসেম্বর ২০২০, আইপিডিসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম এ ধরণের প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে বলেন, ‘‘সাপ্লাই চেইনের সাথে জড়িত সেই সকল উদ্যমী মানুষ যারা অবিরাম পরিশ্রম করে নিজ নিজ প্রতিষ্ঠানের সাপ্লাইন চেইন ব্যবস্থাপনাকে রাখছে নির্বিঘ্ন, তাদেরকে স্বীকৃতি জানাতে এই বছর আইপিডিসি আবারও আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। শিল্পখাতের উন্নয়নের জন্য তাদেরকে স্বীকৃতি জানানোর মাধ্যমে কাজের প্রতি উৎসাহিত করা আমাদের কর্তব্য।”
বিএসসিএমএস-এর প্রেসিডেন্ট নাকিব খান বলেন, “তুমুল প্রতিযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ-এর মাঝেও যে কোন ব্যবসা কতটুকু সাফল্য পাবে তা ঐ ব্যবসার সাপ্লাই চেইনের পারফরম্যান্সের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় অবদান রাখার মাধ্যমে ব্যবসায়ের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনে দেওয়া এমন সব ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে আমরা স্বীকৃতি প্রদান করতে চাই।”
সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২৬ নভেম্বর ২০২০ পর্যন্ত। মনোনয়নপত্র জমা দিতে ভিজিট করা যাবে www.bscea.ipdcbd.com এই ঠিকানায়।
বিডি প্রতিদিন/হিমেল