রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে থানায় জিডি হয়েছে। বৃহস্পতিবার রাতে শওকত আলী ওরফে সিরাজ নামে এক ব্যক্তি এ জিডি করেন। এতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকির অভিযোগও আনা হয়েছে।

এলাকাবাসী জানান, শওকত আলীর বসতবাড়ির মধ্যে জোর করে মজিবুর রহমানের ব্যক্তিগত রাস্তার সীমানা খুঁটা বসিয়েছেন তার লোকজন। মজিবুর রহমানের দাবি, আমি ব্যক্তিগত ওই রাস্তার জন্য পাঁচ ফুট জায়গা ছেড়েছি। জোর করে জমি দখলের বিষয়টি মিথ্যা।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের একটি পোশাক কারখানায় শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর ও সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ  করেন। এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

—গাজীপুর প্রতিনিধি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকার ধামরাই উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৯ কৃতী শিক্ষার্থীকে শনিবার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সজাগের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। কালামপুর রেডিও সজাগ সেন্টারে ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএ মালেক এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কবির, ইউএনও সৈয়দ শরিফুল ইসলাম, আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা মর্তুজ আলী প্রমুখ।

—ধামরাই প্রতিনিধি

বিএনসিসির ক্যাডেটদের প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বিএনসিসি’র ৪ মহাস্থান ব্যাটালিয়নের ক্যাডেটদের ১ম ব্যাটালিয়ন প্রশিক্ষণের অনুশীলন-২০১৬ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মুরাদ হোসেন, মেজর মো. হারুন অর রশিদ প্রমুখ। —ঠাকুরগাঁও প্রতিনিধি

বাল্যবিয়েকে লাল কার্ড

‘বাল্যবিয়ে করবো না, বাল্য বিয়ে মানবো না’ শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছেন চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসার শিক্ষার্থীরা। শনিবার মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থী সমাবেশে এ শপথ নেন তারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান। —চুয়াডাঙ্গা প্রতিনিধি

কিশোরের ঝুলন্ত লাশ

বোরহানউদ্দিন শহরের একটি ওষুধের দোকান থেকে গতকাল শান্ত (১৭) নামে এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শান্ত উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পরিমল মাঝির ছেলে। ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

—ভোলা প্রতিনিধি

আশ্রমে চুরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গোস্বাই বাড়ীর শ্রী শ্রী রাধানাথ সেবাশ্রমে চুরি হয়েছে। সেবাইত পৃথী ভূষণ গোস্বামী জানান, শনিবার রাতে আশ্রমের মন্দিরের গ্রিল ভেঙে মূর্তিসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। এসআই সৈয়দ মাহবুব জানান, মন্দিরের চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

—শ্রীমঙ্গল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর