শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

লোকালয়ে বন্যহাতি ২৫ বাড়ি তছনছ

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামা পৌরসভায় লোকালয়ে নেমে এসেছে বন্যহাতি। মঙ্গল ও বুধবার রাতে হাতির দল ২৫টি ঘর ভেঙে ফেলেছে। তছনছ করেছে সবজি খেত, বনজ ও ফলদ বাগান। ওই এলাকার প্রায় দুই হাজার মানুষ বাড়ি ছেড়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। এ নিয়ে গত এক মাসে হাতির আক্রমণে দুজন নিহত, ১২ জন আহত হয়েছেন। হাতি ভাঙচুর করেছে শতাধিক ঘর। ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গল ও বুধবার দিবাগত রাতে ১৪-১৫টি বন্যহাতি চাম্পাতলী, পাহাড়তলী ও টিটিঅ্যান্ডডিসি এলাকায় তাণ্ডব চালায়। দিনে পাশের পাহাড়ে অবস্থান করে আর রাতে লোকালয়ে নেমে এসে বাড়িঘর ও ফসলের মাঠ, বাগান নষ্ট করে।

লামা পৌর মেয়র জহিরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে লামা বন বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা হাতিগুলো তাদের চলাচলের পথে নেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।’

সর্বশেষ খবর