রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘হয়রানি বন্ধের আশ্বাস পুলিশের’

শ্রীপুর প্রতিনিধি

পুলিশের হয়রানির জেরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের ব্যবসায়ীরা দ্বিতীয় দিন গতকাল দুপুর দেড়টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন। এ সময় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতার আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। ব্যবসায়ী নেতারা জানান, গ্রেফতার ব্যবসায়ীদের জামিনে সহযোগিতা ও অভিযুক্তদের হয়রানি না করার আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। তবে গ্রেফতারদের জামিন না হলে আবার কর্মসূচি শুরু করবেন। গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, পুলিশের ওপর যারা হামলা করেছে তারা ব্যবসায়ীদের কেউ নয়। কিছু মাদকসেবী ও চিহ্নিত অপরাধী ব্যবসায়ীদের মধ্যে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। কোনো ব্যবসায়ীকে হয়রানি করা হবে না। বরমী বাজার বণিক সমিতির সম্পাদক আলমগীর হোসেন জানান, ডিবি পুলিশের ওসি আমির হোসেন মুঠোফোনে তাদের দাবি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। বাজার বণিক সমিতির সভাপতি অহিদুল হক জানান, নিরীহ ব্যবসায়ীরা প্রায়ই পুলিশের হয়রানির শিকার হন। মাদকসেবী, দাগী আসামিদের সোর্স বানিয়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানি করছেন কিছু পুলিশ সদস্য।

সর্বশেষ খবর