শিরোনাম
সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বানান ভুলে ভাতা বন্ধ দুই বছর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলায় নামের বানান ভুলের কারণে দুই বছর ধরে সরকারি ভাতা পাচ্ছেন না মুক্তিযোদ্ধা মোকাম্বর আলী। এতে করে তিনি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মোকাম্বর আলী উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের মৃত ভাদু ফকিরের ছেলে। পেশায় কাঠমিস্ত্রী মোকাম্বর আলী এখন বয়সের ভারে আর চলতে পারেন না। ঠিকমত কাজও করতে পারেন না। সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুল ইসলাম বলেন, মোকাম্বর আলী একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার নাম সংশোধন করে পাঠানো হয়েছে। সংশোধন হয়ে আসলে বকেয়া ভাতাসহ সব ভাতা তিনি পাবেন। জানা গেছে, ২০১৫ সালে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে তার ভাতা বন্ধ হয়ে যায়। ঠিকানা ও বাবার নাম ঠিক থাকলেও তার নাম মোকাম্বর আলীর স্থলে লেখা হয়েছে মোকারম আলী। তার লাল মুক্তিবার্তা নং ০৩০৬০২০৪৫৪, এফ,এফ নং ৯৯/৭, সাময়িক সনদপত্র নং ১০২৬৪১। তিনি দেশ স্বাধীনের পর ০২/০৩/১৯৭২ সালে অস্ত্র জমা দেন। তার রসিদও রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর