চট্টগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুর, সিলেট, নীলফামারী ও ঢাকার সাভারে সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন- আকতার বিন জামান এবং জাওয়াত বিন জামান। এ সময় তাদের ফুফাত ভাই সাদমান আলম গুরুতর আহত হন। নগরীর হালিশহর থানাধীন সাগরিকা গ্রিন রোড এলাকায় গত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। আহত সাদমানকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটরচর এলাকায় গতকাল পিক-আপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইমান খাঁ (৩৫) ও ইমরান মাতুব্বর (৩০)। ইমান সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি ও কুলপদ্ধি এলাকার রশিদ খানের ছেলে এবং ইমরান পখিরা এলাকার মওলা মাতুব্বরের ছেলে। সিলেট : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর জনতা ভাঙচুর করে বাসে আগুন ধরিয়ে দেয়। জাফলং মামারবাজার এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মিয়া (২৫) গোয়াইনঘাট উপজেলার কান্দিরপাড় গ্রামের তোতা মিয়ার ছেলে। নীলফামারী : জলঢাকা উপজেলার শিমুলতলায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় শ্যামল চন্দ্র (৩০) নামে এক যুবকের প্রাণহানি ঘটেছে। নিহত শ্যামল জলঢাকা শহরের চ্যারেঙ্গা মহল্লার নরেশ চন্দ্রের ছেলে। সাভার : ঢাকার সাভারে মাইক্রোচাপায় গোলাম সারওয়ার ভুইয়া (৩০) নামে এ যুবক নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
শিরোনাম
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা
- রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৭
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর