ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে সেলিম (৪২) নামে একজন নিহত হয়েছেন। উপজেলার বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। নিহত সেলিম উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি জানান, উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সেলিম নামে একজনের লাশ। ওসি জানান, ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহত সেলিমের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। লাশ কোঁটচাদপুর থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        