বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সাতক্ষীরা প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্পদেবী মা মনসা ও বিশ্বকর্মা পূজার মাধ্যমে সাতক্ষীরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় ও শহরের রাজ্জাক পার্কে মেলা বসেছে। মেলায় হিন্দু-মুসলমানসহ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেলার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বেহুলা লখিন্দরের ভাসান গানের পালা।  গতকাল মেলার কার্যক্রম শুরু হলেও আয়োজক সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ সকালে মাসব্যাপী এই মেলা উদ্বোধন করবেন।

সর্বশেষ খবর