দেশের প্রায় ৩০ শতাংশ খাদ্য নষ্ট হওয়ার ফলে বছরে ৩০ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। অথচ চার কোটি মানুষ ভুগছে পুষ্টিহীনতায়। ৪৪ শতাংশ নারী ভুগছে রক্তস্বল্পতায়। তাই খাদ্য অপচয় নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ের বোদায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এই র্যালি যৌথভাবে আয়োজন করে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং ইয়ুথ এগেনইস্ট হাঙ্গার নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। র্যালিতে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২০২১ ফোরাম, একুশ স্মৃতি পাঠাগারের কর্মীরাসহ প্রায় ৬ শতাধিক সাইকেল আরোহী অংশ নেন। ‘অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে বলরামহাট উচ্চ বিদ্যালয় মাঠে র্যালিটি শুরু হয়। বিভিন্ন গ্রাম এবং বোদা উপজেলা শহর প্রদক্ষিণ করে প্রামাণিক আদর্শ স্কুলে এসে শেষ হয়। র্যালিটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশের ডেপুুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আকতার, জাপানের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মিস আকিকো মেরা এবং মিস তেরাও মিনাকো প্রমুখ। বক্তারা বলেন সমাজে একদল মানুষ প্রতিদিন নানাভাবে খাবার অপচয় বা নষ্ট করে। ফসল উৎপাদনের পর কাটা, মাড়াই, সংগ্রহ, শুকানো, পরিষ্কার, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সময় পর্যন্ত কয়েকটি ধাপে বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী ইঁদুর বছরে ৭৩২ কোটি টাকার ফসল খেয়ে ফেলে। সামাজিক অনুষ্ঠানে গরিবের চেয়ে ধনিদের মধ্যে খাদ্য অপচয়ের প্রবণতা লক্ষ্য করা যায়। র্যালিতে জনসচেতনতামূলক লিফলেট এবং স্টিকার বিতরণ করে সাইকেল আরোহীরা। খাদ্য অপচয় রোধের ওপর শপথ বাক্য পাঠ করানো হয়।
শিরোনাম
- চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্রশিবিরের জয়
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
‘খাদ্য নষ্ট হওয়ায় অপচয় ৩০ হাজার কোটি টাকা’
খাদ্য অপচয় রোধে সাইকেল র্যালি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর