দেশের প্রায় ৩০ শতাংশ খাদ্য নষ্ট হওয়ার ফলে বছরে ৩০ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। অথচ চার কোটি মানুষ ভুগছে পুষ্টিহীনতায়। ৪৪ শতাংশ নারী ভুগছে রক্তস্বল্পতায়। তাই খাদ্য অপচয় নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ের বোদায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এই র্যালি যৌথভাবে আয়োজন করে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং ইয়ুথ এগেনইস্ট হাঙ্গার নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। র্যালিতে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২০২১ ফোরাম, একুশ স্মৃতি পাঠাগারের কর্মীরাসহ প্রায় ৬ শতাধিক সাইকেল আরোহী অংশ নেন। ‘অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে বলরামহাট উচ্চ বিদ্যালয় মাঠে র্যালিটি শুরু হয়। বিভিন্ন গ্রাম এবং বোদা উপজেলা শহর প্রদক্ষিণ করে প্রামাণিক আদর্শ স্কুলে এসে শেষ হয়। র্যালিটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশের ডেপুুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আকতার, জাপানের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মিস আকিকো মেরা এবং মিস তেরাও মিনাকো প্রমুখ। বক্তারা বলেন সমাজে একদল মানুষ প্রতিদিন নানাভাবে খাবার অপচয় বা নষ্ট করে। ফসল উৎপাদনের পর কাটা, মাড়াই, সংগ্রহ, শুকানো, পরিষ্কার, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সময় পর্যন্ত কয়েকটি ধাপে বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী ইঁদুর বছরে ৭৩২ কোটি টাকার ফসল খেয়ে ফেলে। সামাজিক অনুষ্ঠানে গরিবের চেয়ে ধনিদের মধ্যে খাদ্য অপচয়ের প্রবণতা লক্ষ্য করা যায়। র্যালিতে জনসচেতনতামূলক লিফলেট এবং স্টিকার বিতরণ করে সাইকেল আরোহীরা। খাদ্য অপচয় রোধের ওপর শপথ বাক্য পাঠ করানো হয়।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
‘খাদ্য নষ্ট হওয়ায় অপচয় ৩০ হাজার কোটি টাকা’
খাদ্য অপচয় রোধে সাইকেল র্যালি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর