বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এসএসসির দুটি কেন্দ্রে ব্যাপক বিক্ষোভ ভাঙচুর, আহত ৫০

মাদারীপুর প্রতিনিধি

এসএসসির দুটি কেন্দ্রে ব্যাপক বিক্ষোভ ভাঙচুর, আহত ৫০

হামলার সময় সাধারণ শিক্ষার্থীদের ছোটাছুটি

এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার প্রতিবাদে গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শেষে শিবচরের দুই কেন্দ্রে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। এ সময় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুকেন্দ্রে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্র সচিব রফিকুল ইসলাম ও সহকারী কেন্দ্র সচিব হারুন-অর-রশিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই দুজনের স্থলে শামসুল আলমকে কেন্দ্র সচিব ও শাহআলম সিরাজীকে সহকারী সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে ইউএনওর কাছে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসএসসি পরীক্ষা কমিটির সভাপতি আসাদুজ্জামান। জানা যায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসির গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ায় বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শেষে প্রথমে শিবচর নন্দ কুমার মডেল ইনস্টিটিউশন ভেন্যুতে ব্যাপক ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ খবর শেখ ফজিলাতুন নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পৌঁছালে সেখানেও ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সাধারণ ছাত্র-ছাত্রীরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করেন। এলোপাতাড়ি ভাঙচুর ও ছোটাছুটি করতে গিয়ে আহত হন ৫০ জন সাধারণ পরীক্ষার্থী।

 বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এসএসসি পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম থাকলেও মঙ্গলবার গণিত পরীক্ষায় শিবচর নন্দকুমার ভেন্যুতে ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। যে কারণে আমাদের গণিত পরীক্ষা খারাপ হয়। শেখ ফজিলাতুন নেছা সরকারি পাইলট বালিকা বিদ্যালয় ভেন্যুর কয়েকটি কক্ষ থেকে কেন্দ্র সচিবের নির্দেশে শিক্ষার্থীদের ক্যালকুলেটর নিয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মঙ্গলবার এসএসসির গণিত পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে প্রবেশের বাধা দেওয়া হয়। গণিত পরীক্ষা খারাপ হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করে।

সর্বশেষ খবর