রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাবমেরিন ক্যাবলে স্বপ্নপূরণ এক হাজার পরিবারের

শরীয়তপুর প্রতিনিধি

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পেল পদ্মা নদীবেষ্টিত শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা এবং নওপাড়া ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার। চরআত্রা আজিজিয়া সাকুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের এমপি এ কে এম এনামুল হক শামীম। ভেদরগঞ্জ, জাজিরা উপজেলার কু?েইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবার পাবে এ বিদ্যুৎ সংযোগ।

বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও সুধী সমাবেশে এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। বাংলাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার ঘোষণা বাস্তবায়ন করছি। উপমন্ত্রী বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দুর্গম চরের মানুষ বিদ্যুৎ পেল। এর আগে সকালে নওপাড়া বাজার সংলগ্ন নড়িয়া ‘খ’ নওপাড়া ইউনিয়ন ভূমি অফিস, নওপাড়া মুন্সী আজিজুল হক উচ্চবিদ্যালয় নতুন নামকরণের ভিত্তিপ্রস্তর, চরআত্রা মুন্সী আলীমুজ্জামান রতন সড়ক ও চরআত্রা আজিজিয়া স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন শামীম। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন এস এম আশরাফুজ্জামান, ছাবেদুর রহমান খোকা শিকদার, অনল কুমার দে, ফিরোজ আহমেদ, জয়নাল আবেদীন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর