রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্যবহারিক পরীক্ষার নামে অর্থ আদায়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামের দমদমা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। টাকা দিতে না পারায় এক পরীক্ষার্থীকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে, কোনো ছাত্রকে মারধর করা হয়নি। পরীক্ষার্থীরা জানান, লিখিত পরীক্ষার শেষ দিনে গতকাল ব্যবহারিক পরীক্ষার জন্য দমদমা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের (বিজ্ঞান ও মানবিক শাখা) ৩০০ টাকা করে নিয়ে যেতে বলা হয়। টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হতে পারে এমন হুমকিও দেওয়া হয়েছিল। 

বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী পরীক্ষা শুরুর আগেই শিক্ষকদের কাছে ওই টাকা জমা দেন। বিজ্ঞান শাখার পরীক্ষার্থী সিহাব উদ্দিন বলেন, ৩০০ টাকা দিতে না পারায় আমাকে প্রধান শিক্ষক মারধর করে বিদ্যালয় থেকে বের করে দিয়েছে। পাশাপাশি মানবিক শাখার বিথিন কুমারকে পরীক্ষাও দিতে দেয়নি। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতার বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর