করোনা সংকটেও থেমে নেই কৃষকের কাজ। প্রাকৃতিক দুর্যোগ ও চলমান সংকট কাটিয়ে ইতিমধ্যে বোরো ফসল কাটা শেষ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকরা। ফসল গোলায় তুলতে চলছে মাড়াই-ঝাড়াই। কৃষাণিরাও ব্যস্ত সময় পার করছেন ধানের খড়-খুটো পরিষ্কার ও শুকানোর কাজে। অন্যদিকে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আউশ আবাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন কৃষকরা। ইতিমধ্যেই বীজতলা প্রস্তুত শেষে বীজ বপন ও চারা উৎপাদনে মনোযোগ দিয়েছেন তারা। পাশাপাশি সবজি চাষও শুরু করেছেন কেউ কেউ। কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলার ৭৬২ হেক্টর জমিতে আবাদ হয়েছিল বোরো ফসল। বাম্পার ফলনও ফসলের। শুরুতে করোনার প্রভাবে শ্রমিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় শঙ্কিত ছিলেন কৃষক। এ সংকট কাটিয়ে সম্প্রতি বোরো ধান কাটা শেষে আউশ আবাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন কৃষকরা। বীজতলা তৈরি, বীজ বপন ও চারা উৎপাদনে ব্যস্ত সময় কাটছে উপজেলার কৃষকদের। এ বছর আউশ আবাদে ৯১৮৬ হেক্টরের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছেন তারা। সেই সঙ্গে নানা জাতের সবজিও চাষ করছেন অনেকেই। কৃষকরা জানান, করোনার প্রভাবে এবার বোরো কর্তনে কিছুটা ধীরগতি হলেও আমরা আশানুরূপ ফসল তুলতে পেরেছি। সেই সঙ্গে উপজেলা কৃষি অধিদফতর থেকে প্রাপ্ত প্রণোদনায় আউশ আবাদ এখন আমাদের লক্ষ্য। এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বোরো কর্তন শেষ পর্যায়ে। সেই সঙ্গে কৃষি প্রণোদনাসহ ৯১৮৬ হেক্টর জমিতে আউশ আবাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অব্যাহত আছে সবজি চাষও। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না রাখা হয়’- সে অনুযায়ী মানুষকে উদ্বুদ্ধ করে যাচ্ছি আমরা।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা