শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মাইকিং

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

লকডাউন উপেক্ষা করে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাইকিং করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লীবিদ্যুৎ সমিতি নাসিরনগর জোনাল অফিস সিএনজিচালিত অটোরিকশা দিয়ে মাইকিং করাচ্ছে। অথচ বিদ্যুৎ বিভাগের উপসচিব আইরিন পারভীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক গ্রাহক জরুরি ছাড়া বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না। এমন পরিস্থিতিতে গ্রাহকরা ফেব্রুয়ারি, মার্চ,            এপ্রিলের বিল পরিশোধ করতে পারবেন না বলে প্রতীয়মান হয়। ফলে এ তিন মাসের বিল পরিশোধের ক্ষেত্রে কোনো বিলম্ব মাশুল বা সারচার্জ দিতে হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর