রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

৬০০ একর জমিতে জলাবদ্ধতা

নওগাঁ প্রতিনিধি

৬০০ একর জমিতে জলাবদ্ধতা

নওগাঁর বদলগাছির ভগবানপুর দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা দুখু মিয়া। উপজেলার পারসোমবাড়ী বাজার সংলগ্ন ভগবানপুর মাঠে তার তিন বিঘা জমি চাষাবাদ করে এক সময় ভালোই চলতো সংসার। গত ২০ বছর ধরে মাঠটি বছরের ৯ মাসই থাকে জলাবদ্ধতা। কৃষি জমি থাকলেও জলাবদ্ধতার কারণে চাষাবাদ করতে না পারায় দুখু মিয়া ও তার ছেলে-নাতিদের এখন দিনমজুরির কাজ করে সংসার চালাতে হচ্ছে। জানা যায়, ওই মাঠে অন্তত এক হাজার কৃষকের ৬০০ একর জমি আছে। অনেকেরই এই মাঠ ছাড়া অন্য কোথাও জমি নেই। ২০ বছর ধরে মাঠটি বছরের ৯-১০ মাস জলাবদ্ধ থাকে। যে দু-তিন মাস পানি থাকে না তখন মরিচ, পটোল, পাট, করলাসহ বিভিন্ন সবজি চাষ করেন কৃষকরা। আবার কখনো কখনো সারা বছর মাঠের পানি নিষ্কাশন বন্ধ থাকে।

বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, স্থায়ী সমাধানের পথ খুঁজতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর