বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভোগান্তি কমেছে পাটুরিয়া-দৌলতদিয়ায়

রাজবাড়ী ও মানিকগঞ্জ প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভোগান্তি কমেছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুটি ফেরি বৃদ্ধি ও যানবাহনের চাপ কম থাকায় ভোগান্তি কমেছে বলে জানা গেছে। গত কয়েকদিন ধরে দৌলতদিয়া ফেরিঘাটের ১৩ কিলোমিটার দূরে ফেরি পারের অপেক্ষায় শত শত যানবাহন থাকলেও গতকাল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কোনো যানবাহনের সারি দেখা যায়নি। গতকাল দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের কোনো সারি দেখা যায়নি। এই মহাসড়ক ছিল ফাঁকা। দেশের বিভিন্ন স্থান যানবাহনগুলো গোয়ালন্দ মোড় এলাকায় আসলে পুলিশ সব ধরনের গাড়িগুলো ছেড়ে দিচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাড়কের ফেরিপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। এসব যানবাহনের মধ্যে কোনো যাত্রীবাহী দেখা যায়নি। খুলনা থেকে আসা সার্বিক পরিবহনের বাসচালক সুদেব সরকার বলেন, রাজবাড়ীর ট্রাফিক পুলিশ আমাদের অগ্রাধিকার ভিত্তিতে ছেড়ে দেয়। যে কারণে বাসযাত্রীদের ভোগান্তি কম হয়। তবে অনেক সময় ৫/৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। গতকাল ফেরিঘাট এলাকায় বাসের কোনো সিরিয়াল দেখা যায়নি।

সর্বশেষ খবর