শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

জমির পাওনা পরিশোধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে জমি অধিগ্রহণ না করে মাটি ভরাটের কাজ করায় ২০ গ্রামের জমির মালিকরা পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকাল সকালে জমির মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির উদ্যোগে শহরের মালশাপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁধ-৩ এর সামনে ৮টি মৌজার জমির মালিক ২০ গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে ভূমি মালিকরা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পুঠিয়াবাড়ী, রায়পুর, বিয়াড়া, বড় পিয়ারী, বেলুটিয়া, মোরগ্রাম, ছোটপিয়ারী ও বনবাড়িয়া মৌজার ১০৮১.৭০ একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা দিয়ে মাটি ভরাটের কাজ করা হচ্ছে। কিন্তু এখনো এসব জমি অধিগ্রহণ করা হয়নি। বিগত পাঁচ বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিএস, এসএ ও আরএস খতিয়ানে রেকর্ডভুক্ত জমির মালিকদের পাওনা টাকা পরিশোধ করার আশ্বাস দিয়ে সব কাগজপত্র জমা নিয়েছে। কিন্তু টাকা পরিশোধ করছে না। তারা বলছে, পরপর তিনজন জেলা প্রশাসক ভূমির দাম পরিশোধের আশ্বাস দিলেও কেউ কথা রাখেননি। এ অবস্থায় জমির মালিকরা শুধু আশ্বাস নয় দ্রুত জমির দাম পরিশোধ করার দাবি জানান নয়তো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সভাপতি এস এম মজনুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহম্মেদ প্রমুখ।

সর্বশেষ খবর