রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

অসমাপ্ত আত্মজীবনী আদর্শ দেশপ্রেমিক তৈরি করবে : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, অসমাপ্ত আত্মজীবনী আদর্শ দেশপ্রেমিক তৈরি করবে। সমাজকে পরিবর্তন করতে তোমাদের এগিয়ে আসতে হবে। নিজেদের অধিকার আদায়ে অটল থাকতে এবং অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে বইটি অসামান্য ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধু দেশের তরে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন বলেই আমরা স্বাধীনতা লাভ করেছি। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। বাঞ্ছারামপুরের বাহেরচর আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাঞ্ছারামপুরের ইউএনও একি মিত্র চাকমা এতে সভাপতিত্ব  করেন।

সআরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, কাজী আতিকুর রহমান, কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, এম এস রানা, আ. রাজ্জাক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর