সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

স্কুলছাত্রের আত্মহত্যা

ভাঙ্গা প্রতিনিধি

উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বাসিন্দা ও তুজারপুর শামসুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মানিক সরদার (১৬)। খায়রুল সরদারের দুই ছেলের মধ্যে মানিক ছোট। মানিক সুজুকি এফ জেট মোটরসাইকেল চালাত। গত কয়েক দিন ধরে পিতার কাছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ মডেলের নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। কিছুদিন পর তার পিতা কিনে দিতে চেয়েছিল।

আর এতেই পিতার ওপর অভিমান করে গতকাল সকালে বসতঘরের মশারি টানানো আংটার সঙ্গে বেল পেঁচিয়ে আত্মহত্যা করে মানিক। লোকজন বসতঘরের মশারি টানানো আংটার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টার দিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিকের বাবা খায়রুল সরদার বলেন, আমার দুই ছেলের মধ্যে মানিক ছোট। বড় ছেলে তুহিন সরদারকে মাসখানেক আগে ইতালি পাঠিয়েছি। এতে অনেক টাকা খরচ হয়েছে। ছোট ছেলেকে গত বছর একটি সুজুকি এফ জেট মোটরসাইকেল কিনে দেই। এখন সে নতুন ইয়ামাহা আর ওয়ান ফাইভ মডেলের মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে। তাকে বলেছি কিছুদিন পওে মোটরসাইকেল কিনে দেব। কিন্তু ছেলে আমার দেরি সহ্য করল না। নিজেকেই শেষ করে দিল। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, ছেলেটির পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে মোটরসাইকেল না কিনে দেওয়ায় ছেলেটি আত্মহত্যা করেছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর