শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা
যশোরে স্কাউটস কমিশনার

স্কাউট দল গঠন করা হবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক, যশোর

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটসের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দেশের সব মাদরাসা ও কিন্ডারগার্টেনে স্কাউট দল গঠন করা হবে। স্কুলগুলোতে দুটি করে দল গঠন করা হবে। এমনকি পথশিশুদের নিয়েও কাজ করবে স্কাউটস। সবমিলিয়ে ২০৩০ সালের মধ্যে স্কাউটসের সদস্য সংখ্যা অর্ধ কোটিতে পৌঁছাবে। গতকাল দুপুরে যশোরের পুলেরহাটে আঞ্চলিক স্কাউট কেন্দ্রে খুলনা অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব। প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন স্কাউটসের জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রমুখ।

সর্বশেষ খবর