নিজেদের জন্য বরাদ্দের ওষুধ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবাসীর মাঝে বিতরণ করেছেন বিজিবি সদস্যরা। শিবগঞ্জ উপজেলার তেলকুপি কলমদর আলীম মাদরাসা প্রাঙ্গণে গতকাল মেডিকেল ক্যাম্প করে এ ওষুধ বিতরণ করা হয়। রহনপুর ব্যাটালিয়ন-৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পাহারার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে বিজিবি। এর অংশ হিসেবে তেলকুপি সীমান্তে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিজিবি হাসপাতালের চিকিৎসক কাউসার আহমেদ রোগীদের চিকিৎসাসেবা দেন। পরে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ৬ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ পেয়েছে। বিজিবির এমন সামাজিক কর্মকান্ডের কারণে সীমান্তের অপরাধ প্রবণতা কমেছে দাবি করেন গোলাম কিবরিয়া।
তিনি বলেন, আমরা সীমান্তের মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। স্থানীয় ইউপি সদস্য তাসের আলী বলেন, তাদের গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের বেশি। দূরত্বের কারণে নিয়মিত চিকিৎসা নিতে যান না অনেকে। হাতের কাছে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি এলাকার মানুষ।