নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জেলা কৃষকদলের উদ্যেগে ধানের চারা বিতরণ করা হয়েছে। জেলা কৃষকদল সভাপতি ফজলে এলাহি ভিপি পলাশের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান। তিনি সুবর্ণচর উপজেলার নয়টি ইউনিয়নের ২ শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ধানের চারা বিতরণ করেন। এই উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ছাবের আহাম্মদ, কৃষক দলের সাধারণ সম্পাদক জিএস হারুন, বিএনপি নেতা সুমন, নুরুল হুদা প্রমুখ।
এর আগে জেলা বিএনপির পক্ষ থেকে বন্যা দুর্গত নোয়াখালী পৌরসভার দত্তেরহাটে ৮ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, মুড়ি ও চিড়া বিতরণ করা হয়েছে।