ভাঙ্গায় দুটি মন্দিরের নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে ভাঙ্গা বাজার সর্বজনীন হরি মন্দির ও এর ১০০ মিটার দূরে ভাঙ্গা সর্বজনীন কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন বলেন, ভাঙ্গায় দুটি মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।