গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে আবাসিক সংযোগে তিতাস গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বেশি দুর্ভোগে পড়েছেন উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক ও ভাড়াটিয়ারা। গ্যাসের দাবিতে সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি জোনাল অফিস ঘেরাও রেখে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ওই অফিসের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এলাকাবাসীর অভিযোগ, তিন মাস ধরে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক সংযোগে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা বাধ্য হয়ে বিভিন্ন বাজার থেকে গ্যাস সিলিন্ডার, চুলা, কাঠ কিনে ও অন্যান্য জ্বালানি ব্যবহার করে তাদের রান্নার কাজ করছেন। গ্যাস না পেলেও নিয়মিত গ্যাস বিল দিতে হচ্ছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। এ ঘটনায় ইউএনও ও চন্দ্রা জোনাল অফিসে বারবার অভিযোগ দিয়েও গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নবীনগর-চন্দ্রা জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কালিয়াকৈর সদরের লোকজন গ্যাস পায় না। কবে নাগাদ তারা গ্যাস পাবেন সে জন্য তারা ওই অফিসে আসেন। কিন্তু এটা একটা জাতীয় সমস্যা। আমাদের সিস্টেমে গ্যাস কমে গেছে। যতদিন পর্যন্ত জাতীয়ভাবে গ্যাসের সমস্যার সমাধান না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহক ফারুক হোসেন, হজরত আলী মিলন, কবীর হোসেন, আরিফ হোসেন, হারুন অর রশিদ, ফলজু মিয়া, সেলিম হোসেন, শহিদুল ইসলাম, রমলা বেগমসহ অনেকেই বলেন, গ্যাস না থাকায় তারা রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিরোনাম
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
কালিয়াকৈরে তিতাস গ্যাসের গ্রাহকরা দুর্ভোগে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর