গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে আবাসিক সংযোগে তিতাস গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বেশি দুর্ভোগে পড়েছেন উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক ও ভাড়াটিয়ারা। গ্যাসের দাবিতে সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি জোনাল অফিস ঘেরাও রেখে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ওই অফিসের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এলাকাবাসীর অভিযোগ, তিন মাস ধরে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক সংযোগে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা বাধ্য হয়ে বিভিন্ন বাজার থেকে গ্যাস সিলিন্ডার, চুলা, কাঠ কিনে ও অন্যান্য জ্বালানি ব্যবহার করে তাদের রান্নার কাজ করছেন। গ্যাস না পেলেও নিয়মিত গ্যাস বিল দিতে হচ্ছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। এ ঘটনায় ইউএনও ও চন্দ্রা জোনাল অফিসে বারবার অভিযোগ দিয়েও গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নবীনগর-চন্দ্রা জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কালিয়াকৈর সদরের লোকজন গ্যাস পায় না। কবে নাগাদ তারা গ্যাস পাবেন সে জন্য তারা ওই অফিসে আসেন। কিন্তু এটা একটা জাতীয় সমস্যা। আমাদের সিস্টেমে গ্যাস কমে গেছে। যতদিন পর্যন্ত জাতীয়ভাবে গ্যাসের সমস্যার সমাধান না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহক ফারুক হোসেন, হজরত আলী মিলন, কবীর হোসেন, আরিফ হোসেন, হারুন অর রশিদ, ফলজু মিয়া, সেলিম হোসেন, শহিদুল ইসলাম, রমলা বেগমসহ অনেকেই বলেন, গ্যাস না থাকায় তারা রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিরোনাম
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আমাদের আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়: ড. মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
কালিয়াকৈরে তিতাস গ্যাসের গ্রাহকরা দুর্ভোগে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর