গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে আবাসিক সংযোগে তিতাস গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বেশি দুর্ভোগে পড়েছেন উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক ও ভাড়াটিয়ারা। গ্যাসের দাবিতে সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি জোনাল অফিস ঘেরাও রেখে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ওই অফিসের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এলাকাবাসীর অভিযোগ, তিন মাস ধরে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক সংযোগে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা বাধ্য হয়ে বিভিন্ন বাজার থেকে গ্যাস সিলিন্ডার, চুলা, কাঠ কিনে ও অন্যান্য জ্বালানি ব্যবহার করে তাদের রান্নার কাজ করছেন। গ্যাস না পেলেও নিয়মিত গ্যাস বিল দিতে হচ্ছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। এ ঘটনায় ইউএনও ও চন্দ্রা জোনাল অফিসে বারবার অভিযোগ দিয়েও গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নবীনগর-চন্দ্রা জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কালিয়াকৈর সদরের লোকজন গ্যাস পায় না। কবে নাগাদ তারা গ্যাস পাবেন সে জন্য তারা ওই অফিসে আসেন। কিন্তু এটা একটা জাতীয় সমস্যা। আমাদের সিস্টেমে গ্যাস কমে গেছে। যতদিন পর্যন্ত জাতীয়ভাবে গ্যাসের সমস্যার সমাধান না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহক ফারুক হোসেন, হজরত আলী মিলন, কবীর হোসেন, আরিফ হোসেন, হারুন অর রশিদ, ফলজু মিয়া, সেলিম হোসেন, শহিদুল ইসলাম, রমলা বেগমসহ অনেকেই বলেন, গ্যাস না থাকায় তারা রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
কালিয়াকৈরে তিতাস গ্যাসের গ্রাহকরা দুর্ভোগে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর