গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে আবাসিক সংযোগে তিতাস গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বেশি দুর্ভোগে পড়েছেন উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক ও ভাড়াটিয়ারা। গ্যাসের দাবিতে সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি জোনাল অফিস ঘেরাও রেখে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ওই অফিসের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এলাকাবাসীর অভিযোগ, তিন মাস ধরে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক সংযোগে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা বাধ্য হয়ে বিভিন্ন বাজার থেকে গ্যাস সিলিন্ডার, চুলা, কাঠ কিনে ও অন্যান্য জ্বালানি ব্যবহার করে তাদের রান্নার কাজ করছেন। গ্যাস না পেলেও নিয়মিত গ্যাস বিল দিতে হচ্ছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। এ ঘটনায় ইউএনও ও চন্দ্রা জোনাল অফিসে বারবার অভিযোগ দিয়েও গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নবীনগর-চন্দ্রা জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কালিয়াকৈর সদরের লোকজন গ্যাস পায় না। কবে নাগাদ তারা গ্যাস পাবেন সে জন্য তারা ওই অফিসে আসেন। কিন্তু এটা একটা জাতীয় সমস্যা। আমাদের সিস্টেমে গ্যাস কমে গেছে। যতদিন পর্যন্ত জাতীয়ভাবে গ্যাসের সমস্যার সমাধান না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহক ফারুক হোসেন, হজরত আলী মিলন, কবীর হোসেন, আরিফ হোসেন, হারুন অর রশিদ, ফলজু মিয়া, সেলিম হোসেন, শহিদুল ইসলাম, রমলা বেগমসহ অনেকেই বলেন, গ্যাস না থাকায় তারা রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
কালিয়াকৈরে তিতাস গ্যাসের গ্রাহকরা দুর্ভোগে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর