বেসরকারি বিনোদন কেন্দ্র নন্দন পার্কের চেয়ারম্যান বেলাল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিনোদন কেন্দ্রের শেয়ার দখল, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এদিকে গতকাল নন্দন পার্কে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেলাল হকের ব্যক্তিগত ব্যাগ, নগদ ২ লাখ ১৩ হাজার ৭০০ টাকা ও আই প্যাডসহ কাগজপত্র উদ্ধার করেছে।
জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে প্রতারণার দায়ে করা একটি মামলায় বেলাল হককে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারের আগে একটি কালো ব্যাগ পার্কের ভিতরে রেখে আসেন তিনি। সেই ব্যাগের সন্ধানে গতকাল অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা। ওই ব্যাগেই নগদ ২ লাখ ১৩ হাজার ৭০০ টাকা ও আইপ্যাডসহ কাগজপত্র পাওয়া যায়।
আগের ঘটনা সম্পর্কে জানা গেছে, বেলাল হোসেনের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তদন্তে আসে যৌথ বাহিনী। তার অভিযোগ ছিল, পরিচালক পদ দখলের জন্য কয়েকজন মিলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। সেই সঙ্গে ব্যক্তিগত ব্যাগ আটকে রেখে দেড় কোটি টাকা আত্মসাৎ করতে কয়েকজন পরিচালক তাকে পার্কে আটকে রেখেছিলেন।