হিমাগারে আলু রাখার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে রাজশাহীর আলুচাষি ও ব্যবসায়ীরা তানোর উপজেলায় সমাবেশ করেছেন। বৃহস্পতিবার বিকালে তানোর উপজেলার গোল্লাপাড়া মাঠে অনুষ্ঠিত সমাবেশে তারা হিমাগারের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী আলুচাষি ও জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুল ইসলাম। বক্তারা বলেন, দেশে বিদ্যুতের দাম বাড়েনি, কিন্তু হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে দ্বিগুণ করা হয়েছে। ভাড়া না কমালে আন্দোলন চালিয়ে যাবেন তারা।