নাটোরে ওয়ালটনের একটি শোরুমে আগুনের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। গতকাল ভোরে শহরের কানাইখালী এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওয়ালটন কানাইখালী শাখার ম্যানেজার দেওয়ান শাহ আলম বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।