রূপগঞ্জে প্রায় ১ হাজার বিভিন্ন প্রজাতির সরকারি ফলদ গাছের চারা বিতরণ না করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে। সরকারি ছুটির দিন গতকাল সকালে সুরাইয়া পারভীনের নির্দেশে চারাগুলো খালের পানিতে ফেলে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বাধা দেন এবং প্রতিবাদ জানান। অধ্যক্ষের এমন কাণ্ডে হতবাক হয়েছেন সবাই। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই প্রতিষ্ঠানের দারোয়ান মোস্তফা মিয়া ও সুইপার জুবায়ের হোসেন বলেন, অধ্যক্ষ ম্যাডাম আমাদের বলেছেন চারগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে, তাই ফেলে দিয়েছি। ভুলতা স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার অপারেটর শামীমা সুলতানা উমা বলেন, স্কুলের পাশেই আমার দর্জির দোকান। চারাগুলো আঁটি করে খালে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা আমাকে জানান। আমি দারোয়ান ও সুইপারকে জিজ্ঞাস করলে তারা বলেন, অধ্যক্ষ ম্যাডামের নির্দেশ আছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। রূপগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ফারিয়া আক্তার রুবি বলেন, সরকারি গাছের চারা বিতরণ না করে নষ্ট করে ফেলে দেওয়ার অধিকার কারও নেই। বৃক্ষরোপণ বা বিতরণ না করতে পারলে সেগুলো আমাদের অফিসে জমা দেবে, কিন্তু ফেলে দেওয়া অন্যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার সুরাইয়া পারভীনের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ ওঠে। উপজেলা কৃষি অফিস থেকে গত ১৫ জুলাই প্রায় ১ হাজার ২০০ চারা ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ১৬ জুলাই রোপণ করা হয় ১২০টি চারা। বাকিগুলো রোপণ বা বিতরণ না করে নষ্ট করে ফেলা হয়।
শিরোনাম
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
- ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
- চাকসুতে ভোট দিতে পর্যাপ্ত সময় পাবেন ভোটাররা, বহিরাগত প্রবেশে কঠোরতা
- ‘জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের পুনর্জাগরণ ঘটবে’
- পাঁচ বছরে এলপিজির চাহিদা বেড়ে দাঁড়াবে আড়াই মিলিয়ন টন
- রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা
- কালকিনিতে বিএনপির ওয়ার্ডভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফরম বিতরণ
- রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি পাভেল
- জনগণ পিআর'র পক্ষে ভোট না দিলে জামায়াত মেনে নেবে: গোলাম পরওয়ার
- মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অজ্ঞতা অন্যতম প্রতিবন্ধকতা : গণশিক্ষা উপদেষ্টা
- সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে : দুলু
অধ্যক্ষের কাণ্ডে হতবাক সবাই
১০০০ গাছের চারা বিতরণ না করে ফেলা হলো খালে
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর