রূপগঞ্জে প্রায় ১ হাজার বিভিন্ন প্রজাতির সরকারি ফলদ গাছের চারা বিতরণ না করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে। সরকারি ছুটির দিন গতকাল সকালে সুরাইয়া পারভীনের নির্দেশে চারাগুলো খালের পানিতে ফেলে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বাধা দেন এবং প্রতিবাদ জানান। অধ্যক্ষের এমন কাণ্ডে হতবাক হয়েছেন সবাই। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই প্রতিষ্ঠানের দারোয়ান মোস্তফা মিয়া ও সুইপার জুবায়ের হোসেন বলেন, অধ্যক্ষ ম্যাডাম আমাদের বলেছেন চারগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে, তাই ফেলে দিয়েছি। ভুলতা স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার অপারেটর শামীমা সুলতানা উমা বলেন, স্কুলের পাশেই আমার দর্জির দোকান। চারাগুলো আঁটি করে খালে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা আমাকে জানান। আমি দারোয়ান ও সুইপারকে জিজ্ঞাস করলে তারা বলেন, অধ্যক্ষ ম্যাডামের নির্দেশ আছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। রূপগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ফারিয়া আক্তার রুবি বলেন, সরকারি গাছের চারা বিতরণ না করে নষ্ট করে ফেলে দেওয়ার অধিকার কারও নেই। বৃক্ষরোপণ বা বিতরণ না করতে পারলে সেগুলো আমাদের অফিসে জমা দেবে, কিন্তু ফেলে দেওয়া অন্যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার সুরাইয়া পারভীনের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ ওঠে। উপজেলা কৃষি অফিস থেকে গত ১৫ জুলাই প্রায় ১ হাজার ২০০ চারা ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ১৬ জুলাই রোপণ করা হয় ১২০টি চারা। বাকিগুলো রোপণ বা বিতরণ না করে নষ্ট করে ফেলা হয়।
শিরোনাম
- কিয়েভে আবারও ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ৩১
- ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম
- গাজায় গণহত্যার নিন্দা জানালেন ইসরায়েলি লেখক গ্রসম্যান
- যে কারণে ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ
- রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
- গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত