বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে গতকাল বিকালে এ মেলা শুরু হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন কামরুজ্জামান। সঞ্চালনা করেন সুব্রত ঢাকী। বিশ্বসাহিত্য কেন্দ্রের সহসমন্বয়কারী সনজিত বিশ্বাস, সজল রায়, গোবিন্দ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশবিদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার বই রয়েছে। ‘আলোকিত মানুষ চাই ’ স্লোগান সামনে রেখে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশে এ বইমেলা কার্যক্রম পরিচালনা করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেট লাইফের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে সারা দেশের বিভাগীয় শহর, জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে পর্যায়ক্রমে এই বইমেলা অনুষ্ঠিত হবে।