পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), কখনো মেজর এবং সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি মোবাইল ফোন ও পাঁচটি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- লালপুর উপজেলার নওপাড়া গ্রামের আরিফুল ইসলাম (৩০), সোহাগ আলী (২৮), ওবায়দুর আলী (২৪), রাসেল আহমেদ (২০), মোহরকয়া গ্রামের এখলাছ মণ্ডল (২৩), রুবেল সরদার (২৫), মোহন আহমেদ (১৭), নাগশোষা গ্রামের মারুফ হোসেন (২৩) এবং টুটুল আলী (১৬)।
সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার বলেন, গ্রেপ্তাররা নিজের মন্ত্রণালয়ের, ডিআইজি, মেজর, সচিব ও পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হ্যাক করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায় করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের প্রায় দুই শতাধিক সদস্য বৃহস্পতিবার মধ্য রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সুপার আরও জানান, গতকাল সকালে তাদের বিরুদ্ধে লালপুর থানায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।