গাইবান্ধার সুন্দরগঞ্জে আবদুল কাদের (৩৪) নামে এক প্রধান শিক্ষককে অপহরণ করে নির্যাতন, চাঁদাবাজি ও ইস্তফাপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। আবদুল কাদের উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি দক্ষিণ শ্রীপুর সিরাজিয়া স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক। গতকাল সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগে বলা হয়, আনারুল ইসলাম (৪২) ও শান্ত মিয়া (২২) দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।