কিশোরী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় ভগিনীপতি মোকলেছুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এদিকে জামালপুরে শিশু ধর্ষণ মামলায় মোস্তফা ও আইজুর হোসেন নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় । এদের মধ্যে আইজুরকে ১ লাখ ও মোস্তফাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ১১ বছরের এক মেয়ে শিশুকে গোলাম মোস্তফার সহযোগিতায় ধর্ষণ করে আইজুর হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর চাচা আদালতে মামলা করেন।