জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক, ও জয়পুরহাট প্রতিনিধির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ প্রশাসকের দায়ের করা মিথ্যা মানহানি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রায়পুর প্রেস ক্লাবের সাংবাদিকরা।
এক সভায় প্রেস ক্লাবের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এ আর সুমন, উপদেষ্টা জহির উদ্দিন ভূইয়া, মোঃ হারুনুর রশিদ, এ বি এম রিপন, মাহাবুবুল আলম মিন্টু, সহ সভাপতি মিজানুর রহমান মোল্যা, মুকুল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, তাবারক হোসেন আজাদ, প্রদীপ কুমার রায় ও কামাল উদ্দীন অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন। এ ধরনের মামলা দুঃখ জনক, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন