দিনাজপুর জেলার ৬টি উপজেলা পার্বতীপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ী, হাকিমপুরকে নিয়ে বিরামপুরে আলাদা একটি জেলা বাস্তবায়নের দাবিতে বিরামপুর শহরের ঢাকা মোড়ে বিক্ষোভ মিছিল ও গণজমায়াত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সম্মিলিত পেশাজীবি ঐক্য পরিষদের পক্ষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
গণজমায়তে পেশাজীবি ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা ঘোষণার যৌক্তিক কারণ উল্লেখ করে বক্তব্য রাখেন, বিরামপুর জেলা বাস্তবায়ন কমিটির সাবেক সভাপতি অ্যাড. মওলা বক্স, বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরকার, পৌর কাউন্সিলর মোজাফফর রহমান, শওকত আলী, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবীর হিরো, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ মানিক, সাংবাদিক মাহমুদুল হক মানিক প্রমূখ।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন