ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে।
বুধবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন বাদি হয়ে মামলা দু’টি দায়ের করেন।
মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মানহানির মামলায় মাহফুজ আনামকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আর রাষ্ট্রদ্রোহের মামলায় সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন