নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. আজহারুল ইসলাম মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ২০১৩ সালের ৭ ডিসেম্বর দায়েরকৃত একটি ও ২০১৫ সালের ৫ ও ১২ জানুয়ারি দায়েরকৃত দুটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। ফলে উপজেলা পরিষদ আইনের ১৩ খ (১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন