ঝিনাইদহ জেলার শৈলকুপায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আশরাফ হোসেন (২৬) নামে এক ‘অপহরণকারী’ গুলিবিদ্ধ হয়েছেন।
উপজেলার হরিহরা এলকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, ১০ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে আসাদুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে অপহরণ করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আশরাফ হোসেনসহ তার দলের লোকেরা। এ ঘটনায় তার মা কল্পনা বেগম বাদী হয়ে মামলা করেন। এর ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আশরাফসহ তার দলের লোকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আশরাফের বাম পায়ে গুলি লাগে।
আশরাফকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অপহৃত আরিফুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন